বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ইবিতে অহিংস আন্দোলনের দৃষ্টান্ত স্থাপন করল শিক্ষার্থীরা

ইবিতে অহিংস আন্দোলনের দৃষ্টান্ত স্থাপন করল শিক্ষার্থীরা

ইবি (কুষ্টিয়া), ১১ এপ্রিল, এবিনিউজ: বুলেটের আঘাতে যেকোন সময় চিরে যেতে পারে বুক। রক্তের ফিনকিতে রঞ্জিত হতে পারে রাজপথ কিংবা শক্ত লাঠির আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে যেতে পারে শরীর। টিয়ারশেল কেড়ে নিতে পারে চোখের দৃষ্টি অথবা ঝাঝরা বুলেট রক্তাক্ত করতে পারত সারা শরীর। আন্দোলনকারীদের থেকে করেয় হাত দূরে যুদ্ধাংশু সাজে পুলিশ। শুধু একটা হুকুমের অপেক্ষা। এমন অবস্থায় যেখানে পুলিশ প্রতিপক্ষ বনে যেতে পারত সেখানে বন্ধু বানিয়ে নিলেন কোটা সংস্কারে আন্দোলনরত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।ইবিতে অহিংস আন্দোলনের দৃষ্টান্ত স্থাপন করল শিক্ষার্থীরা

আজ বুধবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অহিংস আন্দোলনের এ চিত্রটি চোখে পড়ে। সেখানে দেখা যায়, লাল ফুটন্ত গোলাপ দিয়ে কর্তব্যরত পুলিশ সুপার মেহেদি হাসান ও অতিরিক্ত পুলিশ সুপারকে সাখাওয়াত হোসেন ও দিশাকে বরণ করে নিচ্ছে ইবি শিক্ষার্থীরা। শুধু এটিই নয় তাদের দেখা যায়, রৌদ্রের উত্তাপে দাড়িয়ে ডিউটিরত পুলিশ সদস্যদের পানি পান করাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বুধবার সকালে কোটা সংস্কার আন্দোলনে নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী। সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার কারণে সবাই যখন পুলিশের উপর বিরাগভাজন তখন ইবি শিক্ষার্থীরা সহিংসতায় না গিয়ে হৃদত্যার সম্পর্ক তৈরীর চেষ্টা করে। এ দৃশ্য দেখে হতবাক হয়েছেন অনেকেই।

ইবি থানার ওসি রতন শেখ বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের ওপর কোন হামলা করেনি আমরাও কোন আক্রমনে যায়নি। আর তাদের এই আন্তরিকতা দেখে ভাল লেগেছে।’

উল্লেখ্য, সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ ও ৫৬% কোটা কমিয়ে ১০% এ আনার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এসময় তাদের ‘চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা দিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, কোটাপ্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক, স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো ক্যাম্পাস।

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত