![বোয়ালখালীতে কধুরখীল বালিকা বিদ্যালয়ে ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/11/abnews-24.bbbbbbbbbbbbbb_134726.jpg)
বোয়ালখালী (চট্টগ্রাম), ১১ এপ্রিল, এবিনিউজ: বোয়ালখালীতে সূর্য কুমার চৌধুরী স্মৃতি আন্ত:শ্রেণি বালিকা ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা পরিচালনা পর্ষদের সভাপতি শফিউল আজম শেফু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের কার্যকরী সভাপতি ব্যাংকার দুলাল কান্তি বড়–য়া। টূর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন, শিক্ষাবিদ মিলন দাশ গুপ্ত।
প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের পরিচালনায় এ ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন অষ্টম শ্রেণি বালিকা দল বনাম নবম শ্রেণির বালিকা দল। টচে জিতে প্রথমে ব্যাট করতে নামেন নবম শ্রেণির বালিকা দল। ৬ ওভারের খেলায় ৩ উইকেটের বিনিময়ে ৪৭ রানের টার্গেট দেয় তারা। এতে ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অষ্টম শ্রেণির বালিকা দল ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক শুভাশীষ নাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকার দীপক কুমার চৌধুরী, অভিভাবক সদস্য মো. মহিউদ্দিন, শিক্ষক ওবাইদুল হক,অমর নাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, লিপি রাণী শীল, মিজানুর রহমান ও প্রকাশ কুমার ঘোষ। খেলা পরিচালনা করেন, মো জাহেদ ও মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ।
এবিএন/রাজু দে/জসিম/তোহা