![আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/11/du_134728.jpg)
ঢাকা, ১১ এপ্রিল, এবিনিউজ : কোটা সংস্কারের দাবিতে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে কোটা সংস্কার ও আন্দোলনকারীদের মারধরের প্রতিবাদে মিছিল করেন বিক্ষোভকারীরা। আজ বুধবার সকাল থেকে কলা ভবনের বিভিন্ন ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন পোস্টার সেঁটে দেয়া হয়।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এসময় কোটা সংস্কারের পাশাপাশি গতরাতে কবি কবি সুফিয়া কামাল হলে শিক্ষার্থীদেরকে মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।
শিক্ষার্থীরা জানান, আজকে আমাদের ফাইনাল পরীক্ষা ছিল। কোটা সংস্কারের দাবিতে আমরা সকলেই একযোগে আমাদের ফাইনাল পরীক্ষা বর্জন করেছি।
অন্য আরেক শিক্ষার্থী জানান, আমার বোনের রক্ত উপেক্ষা করে পরীক্ষা দিতে পারি না। সেই সঙ্গে আমাদের আন্দোলন চলছে, চলবে যতক্ষণ না দাবী মেনে না নেওয়া হয়।
এবিএন/মমিন/জসিম