বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালিহাতীতে ঘুষ গ্রহণের অভিযোগে পোস্ট মাস্টার লাঞ্ছিত

কালিহাতীতে ঘুষ গ্রহণের অভিযোগে পোস্ট মাস্টার লাঞ্ছিত

কালিহাতীতে ঘুষ গ্রহণের অভিযোগে পোস্ট মাস্টার লাঞ্ছিত

টাঙ্গাইল, ১১ এপ্রিল, এবিনিউজ: কালিহাতী উপজেলা সদর পোস্ট মাস্টার আরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে গ্রাহকের হাতে লাঞ্ছিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় কালিহাতী সদর পোস্ট অফিসে লাঞ্ছিত ঘটনা ঘটেছে।

গ্রাহকরা জানান, পোস্ট মাস্টার আরিফুল ইসলাম প্রায় ৮ মাস পূর্বে কালিহাতী উপজেলা সদর পোস্ট অফিসে যোগদান করেন। যোগদান পর থেকে পোস্ট অফিসে নানা কৌশলে ব্যাপক অনিয়ম,দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে।

বুধবার সকালে গ্রাহক সিদ্দি রাম পাল, জুলেখা বেগম ও মোস্তফার নিকট ঘুষ গ্রহণের সময় অন্যান্য গ্রাহকরা হাতে নাতে ধরে পোস্ট মাস্টার আরিফুল ইসলামকে লাঞ্ছিত করে। এসময় স্থানীয়রা পোস্ট মাস্টারকে অবরুদ্ধ করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসেপোস্ট মাস্টারকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে পোস্ট মাস্টার আরিফুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। কিন্তু আমাকে অযথা লাঞ্ছিত করা হয়েছে।

এবিএন/তারেক আহমেদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত