![ইউজিসি চেয়ারম্যান’র সাথে এডিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/11/ugc_134736.jpg)
ঢাকা, ১১ এপ্রিল, এবিনিউজ : জনাব এরিক এ ব্লুম, সিনিয়র সেক্টর স্পেশালিস্ট, হিউম্যান এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ডিভিশন, সাউথ এশিয়া ডিপার্টমেন্ট, এডিবি-এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান- এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশের ০৯টি বিশ্ববিদ্যালয়ে আইটি খাতের উন্নয়নে তিন বছর মেয়াদি প্রস্তাবিত এ প্রকল্পের কর্মপরিকল্পনা বিস্তারিত আলোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। আইটি প্রকল্পের পাশাপাশি, এডিবি কৃষিখাতের উন্নয়নে একটি প্রকল্পে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ২৫০ মিলিয়ন ইউএস ডলার অর্থমূল্যের এ প্রকল্প ইউজিসি’র নেতৃত্বে বাস্তবায়ন করা হবে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন জনাব রিয়টারো হায়াসি, সোশ্যাল সেক্টর স্পেশালিস্ট, হিউম্যান এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ডিভিশন, সাউথ এশিয়া ডিপার্টমেন্ট; এডিবির কনসালটেন্ট ড. মহিউদ্দিন আলমগীর, ড. অরুণ কুমার সাহা, মো. আলমগীর আকন্দ ও প্রফেসর মোজাহার আলী।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ কামাল উদ্দীন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আনোয়ার হোসেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম এম শহিদুল হাসান, ইউজিসি’র সচিব ড. মোঃ খালেদ ও ইউজিসি’র আইসিসি শাখার অতিরিক্ত পরিচালক ড. মোঃ ফখরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
ইউজিসি চেয়ারম্যান এডিবির প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং আইটি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে উন্নত অবকাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে এডিবিকে প্রকল্প হাতে নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, প্রস্তাবিত প্রকল্পটি দেশের আইসিটি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহ গুণগত মানসম্পন্ন স্নাতক তৈরি করতে সক্ষম হবে।
জনাব ব্লুম বলেন, এডিবি’র ব্যাপক আগ্রহ রয়েছে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে গুরুত্বপূর্ণ এ প্রকল্পটি চালু করার। ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথম পযার্য়ে ৪ টি বিশ্ববিদ্যালয়ে এ প্রকল্প চালু হবে। পরবর্তীতে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে এ প্রকল্পের কার্যক্রম শুরু হবে। এছাড়া, এডিবি প্রকল্প বাস্তবায়নে কারিগরী জ্ঞান ও দক্ষতা প্রদান করবে।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি