শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পার্বতীপুরে রেলওয়ে জংশনে মহিলার মৃতদেহ উদ্ধার

পার্বতীপুরে রেলওয়ে জংশনে মহিলার মৃতদেহ উদ্ধার

পার্বতীপুরে রেলওয়ে জংশনে মহিলার মৃতদেহ উদ্ধার

পার্বতীপুর (দিনাজপুর), ১১ এপ্রিল, এবিনিউজ: দিনাজপুরের পার্বতীপর রেলওয়ে জংশনে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ বুধবার সকালে রেলওয়ে জংশনের পূর্ব পাশের নতুন টিকেট কাউন্টারের বারান্দা থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো: মনিরুল ইসলাম জানান, আজ বুধবার সকালে খবর পেয়ে রেলওয়ে জংশনে পূর্ব প্রান্তে নবনির্মিত রেলওয়ে টিকেট কাউন্টারের বারান্দা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সের এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় তার নাম আনুবালা।

তার স্বামীর নাম জানা না গেলেও পার্বতীপুর রেলওয়ে কুলিপাড়া এলাকায় তিনি থাকতেন। তবে সে শাকসবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করত এবং প্রায় রাতেই স্টেশনে ঘুমাতো। ঘটনার দিন রাতে সে নতুন টিকেট কাউন্টারের বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আসল কারন জানা যায়নি। তার মৃতদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/এম.এ জলিল সরকার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত