
উলিপুর (কুড়িগ্রাম), ১১ এপ্রিল, এবিনিউজ: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উলিপুর এর উদ্যেগে রাজস্ব খাতের অর্থায়নে চলতি রবি মৌসুমে স্থাপিত ভূট্রা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বজরা ইউনিয়নের চাঁদনী বজরা গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আব্দুর রশিদ, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, কুড়িগ্রাম।
বজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. রেজাউল করিম আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জনাব মো. জাহিদুল হক চৌধুরী, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, কুড়িগ্রাম, মোঃ আব্দুল গাফ্ফার, অতিরিক্ত কৃষি অফিসার, উলিপুর ।
কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন পানি সাশ্রয়ী ও বহুমুখী ব্যবহারের উপযোগীতা সম্পন্ন ভূট্টা ফসল চাষ করে একদিকে যেমন রবি মৌসুমে চাষকৃত অন্যান্য ফসলের তুলনায় বেশী ফলন পাওয়া যায় তেমনি ভূট্টা সংগ্রহের পর ভূট্টা গাছ জ্বালানী হিসাবে ব্যবহার করা সম্ভব ।
প্রদর্শনী ভূক্ত কৃষক রনজু মিয়া বলেন ফসলের বর্তমান অবস্থা খুবই ভাল এবং তিনি সহ প্রদর্শনীভূক্ত সকল কৃষক ভাল ফলন পাবেন বলে তিনি আশা প্রকাশ করে ব্লকে স্থাপিত ভূট্টা প্রদর্শন ী দেখে এলাকার অন্যান্য কৃষকগণ আগামীতে ভূট্টাচাষে আগ্রহ প্রকাশ করছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আব্দুল আজিজ, উপ-সহাকরী কৃষি কর্মকর্তা |
এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা