![উভয় পুঁজিবাজারেই বিক্রয় চাপে কমেছে সূচক ও লেনদেন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/11/finance-reporte-abn_134746.jpg)
ঢাকা, ১১ এপ্রিল, এবিনিউজ : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ বুধবার বিনিয়োগকারীদের বিক্রয় চাপে কমেছে সূচক ও লেনদেন। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ২৬.৩৪ পয়েন্ট। এসময় ডিএসইতে ৫২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ৪৮.৩৭ পয়েন্ট। এসময় সিএসইতে ২৬ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই'র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির। দর কমেছে ১৯২টি কোম্পানি ও ফান্ডের, দর অপরিবর্তিত ছিল ২৯টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ১৫ কোটি ৪১ লাখ ৯৫৮টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
দিনশেষে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৫২৯ কোটি ২৮ লাখ টাকা। এর আগের কার্যদিবসে ডিএসইতে ৭১০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
দিনের শুরু থেকে অব্যাহত বিক্রয় চাপে দিনশেষে ডিএসই’র সার্বিক মূল্যসূচক ডিএসইক্স আগের কার্যদিবসের তুলনায় ২৬.৩৪ পয়েন্ট কমে ৫৮৩৩.২৬ পয়েন্টে স্থিতি পেয়েছে। এসময় শরীয়াহ্ ভিত্তিক কোম্পানিগুলোর মূল্যসূচক ডিএসইএস ও ডিএস-৩০ সূচক যথাক্রমে ৩.১২ পয়েন্ট ও ৪.১৭ পয়েন্ট কমেছে।
লেনদেন শেষে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। এসময় কোম্পানিটির ৫২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভার দ্বিতীয় অবস্থানে ছিল কেয়া কসমেটিকস, কোম্পানিটির ২০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্যে দিয়ে টার্নওভারের তৃতীয় অবস্থানে উঠে এসেছে নর্দার্ন ইন্স্যুরেন্স।
টার্নওভার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- মুন্নু সিরামিক, ইফাদ অটোস, আলিফ ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, ড্রাগন সোয়েটার, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, আলিফ ম্যানুফেকচারিং।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ৬১টির, দর কমেছে ১৪৩টির ও দর অপরিবর্তিত ছিল ২৩টি প্রতিষ্ঠানের। এসময় সিএসইতে ২৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসই’র সার্বিক মূল্যসূচক সিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৪৮.৩৭ পয়েন্ট কমে ১০ হাজার ৮৮৪ পয়েন্টে স্থিতি পেয়েছে। এসময় সিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো, কোম্পানিটির ৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি