![খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে গাইবান্ধায় বিএনপির কর্মীসভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/11/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_134763.jpg)
গাইবান্ধা, ১১ এপ্রিল, এবিনিউজ: মাদার অব ডেমোক্রসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি গণতন্ত্র পুণরুদ্ধার, বাকস্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হাবিবুল ইসলাম হাবিব।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাবেক এমপি রওশন আরা ফরিদ, জিয়া পরিষদের সদস্য ও শহর বিএনপির উপদেষ্টা খন্দকার আহাদ আহমেদ,
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, এসএম হুনান হক্কানী, কাজী আমিরুল ইসলাম ফকু, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, রাজিউল আলম রনি প্রমুখ। বক্তারা বলেন, মাদার অব ডেমোক্রসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি গণতন্ত্র পুণরুদ্ধার, বাকস্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা