![পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটর শ্রমিক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/11/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_134764.jpg)
গাইবান্ধা, ১১ এপ্রিল, এবিনিউজ: গাইবান্ধার পলাশবাড়ী সদরে মুল ব্যস্ততম উপজেলা পরিষদ গেট সন্নিকটে কোচের চাপায় পেশাদার মোটর শ্রমিক নওশা মিয়া (৪৫) নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সদরের আলহাজ্ব বাদশা মিয়ার পুত্র নওশা নিজবাড়ী থেকে সদরের চৌমাথা মোড়ের দিকে আসছিলেন।
এসময় রাস্তা পারাপারের প্রাক্কালে ঢাকা থেকে গাইবান্ধাগামী ভাই-বন্ধু নামীয় নৈশ কোচ গাইবান্ধা সড়কে ওই স্থানে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
নওশা মিয়া সদরের কালীবাড়ী বাজারে শ্রমিকের কাজ করত। সে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ ৪৯৪) সদস্য। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা