
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১১ এপ্রিল, এবিনিউজ: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মতিউর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার বিকালে উপজেলার আখাউড়া তিতাস ব্রিজের অদূরে রেললাইনের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
ট্রেনের সাথে থাক্কা লেগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। আখাউড়া থানার এসআই মো. আল আমিন জানান, নিহতের বাড়ি নরসিংদি জেলায়। খবর পেয়ে তার স্বজনেরা মরদেহ নেয়ার জন্য আখাউড়া আসছে।
এবিএন/হান্নান খাদেম/জসিম/তোহা