সিরাজগঞ্জ, ১১ এপ্রিল, এবিনিউজ: সিরাজগঞ্জের কামারখন্দে পপি আক্তার মাহি (১৮) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী খোকন রেজাকে আটক করা হয়েছে।
আজ বুধবার দুপুরের দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর গাড়াবাড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় ৪ মাস আগে কুমিল্লা জেলার বেলাল হোসেনের মেয়েকে বিয়ে করে খোকন রেজা। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। বুধবার সকালে ঘরের মধ্যে পপির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুুুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী রেজাকে আটক করে থানায় নিয়ে আসে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমি ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাদতন্ত রিপোট পেলে বিস্তারিত জানা যাবে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা