শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ক্লাসে আস্তে ‘ইয়েস স্যার বলায়’ ছাত্রকে পেটালো শিক্ষক

ক্লাসে আস্তে ‘ইয়েস স্যার বলায়’ ছাত্রকে পেটালো শিক্ষক

ক্লাসে আস্তে ‘ইয়েস স্যার বলায়’ ছাত্রকে পেটালো শিক্ষক

সিরাজগঞ্জ, ১১ এপ্রিল, এবিনিউজ: ক্লাসে পেজেন্টের জবাবে আস্তে ‘ইয়েস স্যার বলায়’ সিরাজগঞ্জের রায়গঞ্জের ধুবিল আয়শা ফজলার উচ্চ বিদ্যালয়ে সানি আহমেদ নামের ১০ম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়েছে শিক্ষক মাহতাব হোসেন। আজ বুধবার বেলা ১১টায় রায়গঞ্জ উপজেলার আয়শা-ফজলার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সলঙ্গা থানার ধুবিল কাটার মহল গ্রামের পলান সরকারের ছেলে রুবেল (সানি) বুধবার বেলা ১১টায় আয়শা-ফজলার উচ্চ বিদ্যালয়ে প্রথম ক্লাসে উপস্থিত হয়। এ সময় সহকারী শিক্ষক বিএনপি নেতা মাহাতাব হোসেন ছাত্রদের নাম হাজিরা ডাকলে ‘ধীরে ইয়েস স্যার বলায়’ সানিকে তাৎক্ষনিকভাবে অমানুসিকভাবে বেত্রাঘাত করে। এক পর্যায়ে ছাত্রটি জ্ঞান হারিয়ে ফেললে সহপাঠীরা তাকে উদ্ধার করে স্কুলে সামনে রফিকুল ইসলামের দোকানে নিয়ে মাথায় পানি দেয়। ছাত্রের অবস্থা বেগতিক দেখে স্থানীয় বিএনপি নেতা শিক্ষক মাহতাব হোসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের হাতে পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করেন।

এ বিষয়ে আহত ছাত্রের মা ঝর্না খাতুন জানান, আমার স্বামী বিদেশে বাইরে থাকেন। আমার আপন কেউ নেই। ছেলেটি সামনে এসএসসি পরীক্ষা দেবে। সহকারী শিক্ষক মাহাতাব হোসেনের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেই তাহলে আমার ছেলেকে পরীক্ষায় ফেল করে দেবে এমন হুমকিতে আমি কোন অভিযোগ দেয়নি। ছেলের বাবা দেশে থাকলে এই অমানুসিক নির্যাতনের বিরুদ্ধে জোড়ালো অভিযোগ করতাম।

এ বিষয়ে ধুবিল আয়শা ফজলার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাতাব জানান, মনের রাগে ছেলেটাকে মারা হয়েছে। এ জন্য আমি ক্ষমা চেয়েছি এবং তার পরিবারের সদস্যদের সাথে বসে মিমাংসা করে নিয়েছেন বলে তিনি দাবী করেন।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত