নাটোর, ১২ এপ্রিল, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রামে মাছবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কসংলগ্ন হোটেলে ঢুকে পড়লে এক নারী কর্মীসহ ২ জন নিহত ও একজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসকের উপজেলার শ্রীরামপুর এলাকায় নুরে-আলম তেল পাম্পসংলগ্ন আল-আমিন হোটেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত দোশর আলীর ছেলে শাহ মোহাম্মদ (৬০) ও কায়েমকোলা গ্রামের আমির উদ্দিনের স্ত্রী হাসিনা বানু (৫৫)। আহত হয়েছেন শাহীন আলম (২০)
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে পাবনাগামী মাছবোঝায় একটি ট্রাক সকাল ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় নুরে আলম তেল পাম্পের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কসংলগ্ন হোটেল আল-আমিনের মধ্যে ঢুকে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে হোটেল কর্মী শাহ মোহাম্মদ ও হাসিনা বানু ঘটনাস্থলেই মারা যায়। অপরকর্মী শাহীন আলম গুরুতর আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া আহত শাহীনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিএন/সাদিক/জসিম