বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কুমিল্লায় ভুয়া ডাক্তারকে গ্রেফতার

কুমিল্লায় ভুয়া ডাক্তারকে গ্রেফতার

কুমিল্লা, ১২ এপ্রিল, এবিনিউজ : কুমিল্লায় এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরীর লাকসাম রোডের কুমিল্লা মেডিকেল সেন্টার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত মাহবুবুর রহমান মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবু ফরহাদ (মাহমুদ) নামে হাসপাতালে চাকুরি করতেন। গণস্বাস্থ্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস উত্তীর্ন ডা. মাহমুদ ভূয়া কাগজপত্র দিয়ে প্রতারণামূলকভাবে হসপিটালের জরুরী বিভাগে চিকিৎসকের চাকুরি নেন।

কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, কর্তব্যরত ডাক্তারদের সন্দেহ হলে বিষয়টি সিভিল সার্জনকে জানান হসপিটাল কর্তৃপক্ষ। পরে গতকাল বুধবার রাতে কথিত ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ।

মাহবুবুর রহমান জেলার দাউদকান্দি উপজেলার হাসানপুর পূর্ব পাড়ার মৃত আব্দুল মজিদ শিকদারের ছেলে। পরে তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এবিএন/শাকিল মোল্লা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত