শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ইস্টার্ণ রিফাইনারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইস্টার্ণ রিফাইনারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইস্টার্ণ রিফাইনারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম, ১২ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইস্টার্ণ রিফাইনারীতে ক্যাজুয়েলে কাজ করা শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইস্টার্ণ রিফাইনারীতে নিযুক্ত ঠিকাদার দিনমজুর ইউনিয়নের নেতারা।

আজ বৃহস্পতিবার সকালে নগরীর পতেঙ্গায় ইস্টার্ণ রিফাইনারীর মূল ফটকের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা এ দাবি জানায়। এসময় তারা বলেন ১০ বছর থেকে ৩০ বছর ধরে কাজ করা দক্ষ শ্রমিকদেরকে স্থায়ী না করে গোপনে নতুন শ্রমিকদের নিয়োগ দেয়া হচ্ছে। যারা এ কাজে পুরোপুরি অনভিজ্ঞ। অথচ দীর্ঘ কয়েকবছর যাবত কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের চাকরী স্থায়ী করা হচ্ছে না।

ইস্টার্ণ রিফাইনারীর অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অবৈধ লেনদেনের মাধ্যমে নতুন শ্রমিক নিয়োগ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। দীর্ঘ কয়েকবছর যাবত কাজ করা শ্রমিকদের অবিলম্বে স্থায়ী করার দাবি জানিয়ে বলেন অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

তারা বলেন, রিফাইনারীতে ক্যাজুয়েল শ্রমিক ছাড়া কার্য পরিচালনা অসম্ভব। ইস্টার্ণ রিফাইনারীতে কোটা, শিক্ষাগত যোগ্যতা ও বয়স এর দোহায় দেখিয়ে ইআরএল ম্যানেজমেন্ট যে নিয়োগ প্রক্রিয়া করছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউনিয়ন নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক সংগঠনটির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দীন, সহ-সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত, অর্থ সম্পাদক মো. শাহজাহান, দপ্তর সম্পাদক মো. লোকমান, প্রচার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবদুল নুর ও কার্যকরী সদস্য মো. আলাউদ্দিন, মো. আবু তাহের, মো. হোসেন।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। এতে অত্র সংগঠনের সাবেক সম্পাদক মো. মাহমুদুল হক ও মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত