![ফরিদপুরে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কমিটির শপথ গ্রহণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/12/owath_abnews_134837.jpg)
ফরিদপুর, ১২ এপ্রিল, এবিনিউজ : ফরিদপুরে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলা চত্বরে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় শপথ গ্রহন করান নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার মো. ওমর ফারুক।
এরপর সেখানে ফরিদপুর সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. জান্নাত মিয়ার সভাপতিত্বে আলোচন সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শ্রমিকলীগের সভাপতি মো. আক্কাছ হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো. শহীদ মোল্লা, ফরিদপুর সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি মির্জা নরুল কবির (বাদল), ফরিদপুর সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরদার প্রমুখ।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি