শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • টাঙ্গাইলে ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ কর্মসূচি

টাঙ্গাইলে ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ কর্মসূচি

টাঙ্গাইলে ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ কর্মসূচি

টাঙ্গাইল, ১২ এপ্রিল, এবিনিউজ : ‘ধর্ষণ কারীর ফাঁসি চাই’ এই শ্লোগানে টাঙ্গাইলে ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ কর্মসূচি ও মানববন্ধন পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সাংস্কৃতিক কল্যাণ সংস্থার উদ্যোগে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সাংস্কৃতিক কর্মী কল্যাণ সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শিল্পী এলেন মল্লিক, স্বকালের পরিচালক নুরুল ইসলাম বাদল, যৌন হয়রানি নির্মূল কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার শেলী খান, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যাপক সৈয়দ আব্দুর রহমান প্রমুখ।

এসময় জেলা নাট্যমের সভাপতি আশরাফ চৌধুরী, সংকেত নাট্যদলের সম্পাদক জহিরুল ইসলাম, নগর নাট্যদলের মনির হোসেন, নাট্য ব্যাক্তিত্ব তালহা আল মাহমুদ, নাট্যমের সাগরদিঘীর সদস্য মুকুল, জেলা ব্র্যাকের ব্যবস্থাপক মনির হোসেন খান, ব্র্যাকের কর্মসূচি সংগঠক রাবেয়া খাতুনসহ সাংস্কৃতিক ব্যাক্তি, বিভিন্ন সংগঠন ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা ধর্ষণ কারীর ফাঁসি চাই দাবি করে সরকার ও দেশের সর্বোচ্চ আদালত যেন ধর্ষণ আইন আরো কঠোর করে জন্য দৃষ্টি আকর্ষণ করেন।

এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত