![হাতীবান্ধায় মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/12/rally_abnews_134840.jpg)
লালমনিরহাট, ১২ এপ্রিল, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধায় চাকুুরীতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিরা।
আজ বৃহস্পতিবার সকালে জেলার হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এ মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসুচীর আয়োজন করেন।
এসময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সিরাজুল ইসলাম বসুনিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র আহবায়ক রোকুনুজ্জামান সোহেল, প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন।
পরে তারা হাতীবান্ধার ইউএনও আমিনুল ইসলামের মাধ্যমে চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি