![কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/12/koyra_134843.jpg)
কয়রা (খুলনা), ১২ এপ্রিল, এবিনিউজ : উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, থানা অফিসার ইনচার্জ এনামুল হক, আংটিহারা কোষ্টগার্ড কনটিনজেন্ট কমান্ডার জীবেশ পিও, কাশিয়াবাদ ফরেষ্ট কর্মকর্তা সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান জিএম কবি শামছুর রহমান।
আরো বক্তব্য রাখেন- আলহাজ আমির আলী গাইন, এসএম শফিকুল ইসলাম, আ. সাত্তার পাড়, বিজয় কুমার সরদার, আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি, উপজেলা যুব লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মনিরুজ্জামান মনু, শহীদুল্যাহ শাহীন প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা বলেন, বক্তারা সবাই সাম্প্রতিক সময়ে সুন্দরবনের বনদস্যুদের তান্ডব সর্ম্পকে কথা বলেছেন। বনদস্যুদের তৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান শীঘ্র্রই পরিচালনা করা হবে।
পরে একই স্থানে উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এবিএন/শাহীন/জসিম/এমসি