![মদনে বিএনপির কার্যক্রম স্থবির](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/12/modon-map_134849.jpg)
মদন (নেত্রকোনা), ১২ এপ্রিল, এবিনিউজ : মদনে ৪০ জন নেতা কর্মী হাজতে থাকায় বিএনপি ও জামায়াতের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ৫ দিনেও মিলছেনা তাদের জামিন।
গত ৮ এপ্রিল বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেড আদালতে হাজির হলে বিএনপি ও জামায়াতের ৪০ নেতাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
জানা যায়, ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও জামায়াতের ৪৮ জনের নাম উল্লেখসহ ২০/২৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে ৫ ফেব্রুয়ারি দ্রুত বিচার ও বিষ্কোরক আইনে ২টি মামলা দায়ের করেন মদন থানা পুলিশ। উক্ত মামলার ৫ জন আসামীকে জেল হাজতে প্রেরণ করলে ৪ মার্চ জামিনে মুক্তি পায়।
হাজতে প্রেরণকৃত নেতা কর্মীরা হলো- উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এন আলম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান সম্রাট, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম (বুলবুল), বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ. হেলিম বুলু, উপজেলা যুবদল সভাপতি সাইফ আহম্মেদ (শেকুল), পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম।
আরো রয়েছেন উপজেলা ছাত্রদল সভাপতি আমান উল্লাহ সায়েম, পৌর ছাত্রদল সভাপতি এনামুল, সিদ্দিকুর রহমান, মির্জা রমজান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ আহাদ, মো. রহিছ উদ্দিন, এম এ ওয়াহেদ, রিয়াজ উদ্দিন ইদ্রিস মাষ্টার প্রমুখ।
এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/এমসি