শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ : এডিবি

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ : এডিবি

ঢাকা, ১২ এপ্রিল, এবিনিউজ : চলতি অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বাংলাদেশে এডিবির আবাসিক পরিচালক মনমোহন পরকাশ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে এডিবির কার্যালয়ে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৮’ প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন।

প্রতিবেদন উপস্থাপন এডিবির অর্থনীতিবিদ করেন সুন চান হং। প্রতিবেদনে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির বিষয়গুলো উপস্থাপন করা হয়।

ম্যানিলাভিত্তিক সংস্থাটি বলছে, অভ্যন্তরীণ ভোগ ব্যয় ও সরকারি বিনিয়োগের ওপর ভিত্তি করেই প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে। তবে প্রবৃদ্ধি ধরে রাখতে রফতানি আয় আরও শক্তিশালী করতে হবে।

সংস্থাটি বলছে, অর্থনৈতিক অগ্রতির ক্ষেত্রে সঠিক পথেই এগুচ্ছে বাংলাদেশ। পরপর তিন বছর ৭ শতাংশ প্রবৃদ্ধি এরই প্রমাণ।

এডিবির আবাসিক পরিচালক স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রাথমিক যোগ্যতা অর্জন করায় বাংলাদেশকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে ২০২১ সালে জাতিসংঘ উন্নয়ন নীতিবিষয়ক কমিটির ত্রিবার্ষিক পর্যালোচনায় বাংলাদেশ বাংলাদেশ সকল পূর্ব-শর্ত পুরণ করতে সক্ষম হবে।

পরকাশ বলেন, উন্নয়নশীর দেশে উত্তরণ বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। বাংলাদেশে আন্তর্জাতিক পুঁজি বাজারে প্রবেশ করতে পারবে এবং দেশে অধিক প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আসবে। তবে সেই সাথে শুল্কমুক্ত রফতানির সুযোগের মতো সুবিধাদি আর পাবে না।

তিনি বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষ এই উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে সচেতন থেকে দ্রুত এই উত্তরণ সম্পন্ন করার পরিকল্পনা করায় তিনি এর প্রশংসা করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি ব্যয় বৃদ্ধির কারণে রফতানি আয় প্রবৃদ্ধিতে যুক্ত হতে পারছে না।

এডিবির মতে প্রবৃদ্ধির গতিশীলতা ধরে রাখতে রফতানিতে বৈচিত্র আনতে হবে। শুধু পোশাক শিল্প ও রেমিটেন্সের ওপর নির্ভরশীল হলে চলবে না। রফতানিতে চামড়া, চামড়াজাত পণ্য, হাল্কা প্রকৌশল শিল্প, ইলেক্ট্রনিক্স, ওষুধ, পাটজাত পণ্য, সফটওয়ার, আইটি খাতকেও গুরুত্ব দিতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ একমাত্র দেশ যা মানবসম্পদ উন্নয়ন, মাথাপিছু আয় ও প্রবৃদ্ধিতে ভালো করেছে। গত তিন বছরে প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপরে- এটা কম অর্জন নয়। ২০১৬ সালে ৭ দশমিক ১, ২০১৭ সালে ৭ দশমিক ৩ এবং ২০১৮ সালের শেষে ৭ শতাংশ অর্জন অনেক ভালো।

এডিবি মনে করে বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে আছে। এটা ধরে রাখা কম কথা নয়। বিশ্বের কম দেশেই আছে বাংলাদেশের মতো ঊর্ধ্বগতির প্রবৃদ্ধি ধরে রেখেছে। প্রবৃদ্ধি মূলত কৃষি, সেবা ও শিল্পখাতের ওপর নির্ভর করে। এর মধ্যে কৃষি ও সেবা খাতে বাংলাদেশ ভালো করছে।

শিল্প খাতে প্রবৃদ্ধি বাড়াতে হলে অর্থনীতির বহুমুখীকরণ করতে হবে এবং প্রযুক্তিগত শিক্ষা ও ব্যাবস্থাপনা দক্ষতা বাড়তে গুণগত প্রশিক্ষণ দরকার বলে উল্লেখ বরে এডিবি।

খবর বাসস

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত