বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুন্দরবনে অভয়ারণ্য এলাকার সীমানা বৃদ্ধিতে জেলেরা বিপাকে

সুন্দরবনে অভয়ারণ্য এলাকার সীমানা বৃদ্ধিতে জেলেরা বিপাকে

সুন্দরবনে অভয়ারণ্য এলাকার সীমানা বৃদ্ধিতে জেলেরা বিপাকে

কয়রা (খুলনা), ১২ এপ্রিল, এবিনিউজ : বন ও পরিবেশ মন্ত্রনালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে ১৯৯৯ সালে সুন্দরবনের কটকা ও কচিখালি এলাকা নিয়ে সুন্দরবন পূর্ব অভয়ারণ্য, কালিরচর, নীলকমল, হিরনপয়েন্ট নিয়ে সুন্দরবন দক্ষিণ অভয়ারণ্য এবং পুস্পকাটি, নোটাবেকি, মান্দারবাড়িয়া বনাঞ্চল নিয়ে সুন্দরবন পশ্চিম অভয়ারণ্য ঘোষণা করে।

অভয়ারণ্য সীমানার মধ্যে মাছ, মধু সহ সকল প্রকার বনজ সম্পদ আহরন নিষিদ্ধ করে সরকার। ৬০৬০ বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনে বর্তমানে অভয়ারণ্য এলাকার সীমানা নতুন করে বৃদ্ধির কারনে অভয়ারণ্যের আয়তন দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ২শ বর্গ কিলোমিটার। গেওয়াখালি, আড়পাঙ্গাসিয়া, কঞ্চিখালের মুখ থেকে পাথকষ্টা এবং পশ্চিমে ফিরিঙ্গি বনাঞ্চল হতে কাছিকাটা, উত্তরে যমুন নদী হয়ে মান্দো খাল পর্যন্ত নুতন করে অভয়ারণ্য এলাকা ঘোষণা করায় জেলেদের মাছ ধরার স্থান সংকুচিত হয়ে এসেছে।

কয়রার গোবরা গ্রামের জেলে ইসমাইল সরদার ও আ. রশিদ শেখ জানায়, সুন্দরবনের যে সকল জায়গা থেকে জেলেরা সুদীর্ঘকাল মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিল সে সকল জায়গা হঠাৎ নতুন করে অভয়ারণ্য (নিষিদ্ধ) এলাকা ঘোষণা করায় তাদের আয় রোজগার কমে গেছে এবং ভোগান্তি বেড়ে গেছে। পাশ পারমিট নিয়ে মাছ ধরতে গিয়ে ইতমধ্যে অনেক জেলে স্মার্ট পেট্রোলিং টিমের হাতে ধরা পড়ে জেল হাজত খাটছে। এজন্য পূর্বের মতো অভয়ারণ্য এলাকার সীমানা কমিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চায় সুন্দরবনের ওপর নির্ভরশীল পেশাদার জেলেরা।

এদিকে ১ ইঞ্চি ফাঁসের চরপাটা জালের পারমিট দেয়া হলেও ৩ ইঞ্চি ফাঁসের খালপাটা জালের পারমিট কেন দেয়া হয় না এ প্রশ্ন জেলেদের। জেলেরা জানিয়েছে, সরকার ছোট প্রজাতির মাছ ধরা থেকে বিরত রাখতে বড় ফাঁসের জাল ব্যবহার করতে নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে মাত্র ১ ইঞ্চি ফাঁসের চরপাটা জালের পারমিট দেয়া হচ্ছে অথচ ৩ ইঞ্চি ফাঁসের খালপাটা জালের পারমিট বন্ধ রাখার সিদ্ধান্তটি অযৌতিক মনে করেন তারা। ছোট মাছের পরিবর্তে বড় মাছ আহরন করতে ৩ ইঞ্চি ফাঁসের খালপাটা জালের পারমিট দ্রুত চালুর দাবী করেন জেলেরা।

এ ব্যাপারে কাশিয়াবাদ ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, খালপাটা জালের ফাঁস বড় কিন্তু অনেক আগে থেকে এ জালের পাশ পারমটি দেয়া হচ্ছে না।

এবিএন/শহীদুল্লাহ শাহীন/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত