শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চিতলমারীতে নেতার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ

চিতলমারীতে নেতার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ

চিতলমারীতে নেতার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ

বাগেরহাট (খুলনা), ১২ এপ্রিল, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলমের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। বাগেরহাট জেলা পুলিশ সুপার ও চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে বড়বাড়িয়া গ্রামের গৃহবধূ রাশিদা বেগম বাদী হয়ে এ অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (আজ বৃহস্পতিবার সকালে) এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগ পত্রটি প্রেরণ করেছেন (নং-১৭২)।

অভিযোগ পত্রে জানা গেছে, উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামের মৃত আশ্বাব আলী শেখের ছেলে ফকরুল আলম শেখ পূর্বে বিএনপির একজন বড় নেতা ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সে আওয়ামী লীগে যোগ দিয়ে বড়বাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সভাপতি হয়। আর সভাপতির এই সাইনবোর্ড ব্যবহার করে সে রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

সীমান্তবর্তী হওয়ায় ফকরুল আলম দিনেরাতে গাঁজা ও ইয়াবার চালান নদীর ওপার থেকে নিয়ে আসে। সে উঠতি যুবক সম্প্রদায়কে টাকার লোভ দেখিয়ে এসব বিক্রি করাচ্ছে। তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। কিন্তু সম্প্রতি ফকরুল আলমের বড় একটি মাদকের চালান দেখে ফেলায় গৃহবধূ রাশিদা বেগম ও তার ভাইদের উপর ফকরুল ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে।

আজ বৃহস্পতিবার দুপুরে গৃহবধূ রাশিদা বেগম কান্না জড়িতকণ্ঠে স্থানীয় সাংবাদিকদের জানান, মাদক সম্্রাট ফকরুল ও তার ৩ ভাই মাদক ব্যবসার সাথে জড়িত। এই মাদক ব্যবসা করে তারা কোটিপতি হয়েছে। যে কারণে তারা মানুষকে অকারণে হুমকি-ধামকি দিয়ে ভীতসন্ত্রস্ত করে রাখে।

এ ব্যাপারে বড়বাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. ফকরুল আলম সব অভিযোগ অস্বীকার করে জানান, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি নিজেই মাদকের বিরুদ্ধে কাজ করছেন বলেও উল্লেখ করেন। তবে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুসাঈদ জানান, গৃহবধূ রাশিদা বেগমের অভিযোগটি’র ব্যাপারে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এবিএন/এস এস সাগর/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত