সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে জাতীয় পার্টি থেকে এম জি মোস্তফা বহিস্কার

লালমনিরহাটে জাতীয় পার্টি থেকে এম জি মোস্তফা বহিস্কার

লালমনিরহাটে জাতীয় পার্টি থেকে এম জি মোস্তফা বহিস্কার

লালমনিরহাট, ১২ এপ্রিল, এবিনিউজ : জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সদস্য ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম জি মোস্তফাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এম জি মোস্তফা জানান, তিনি বহিস্কারের বিষয়ে কিছুই জানি না।

তা ছাড়া তিনি যেহেতু কেন্দ্রীয় কমিটি’র সদস্য, সেহেতু এক মাত্র দলের চেয়ারম্যান ছাড়া অন্য কেউ তাকে বহিস্কার করতে পারে না বলে তিনি দাবী করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এক সাংগঠনিক নির্দেশে আজ বৃহস্পতিবার পার্টির গঠনতন্ত্রের ২০(১) (ক) ধারা মোতাবেক দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এম জি মোস্তফা (লালমনিরহাট) কে পার্টির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ ও পদবীর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছে। এ আদেশ ইতি মধ্যে কার্যকর করা হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ’র বক্তিগত কর্মকর্তা মেজর (অব) খালেদ আখতার বহিস্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত