শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজগঞ্জে পাওয়ার গ্রীডে আগুন

সিরাজগঞ্জে পাওয়ার গ্রীডে আগুন

সিরাজগঞ্জ, ১২ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর সঞ্চালন ইউনিটে অগ্নিকান্ড ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এতে গ্রিড নিয়ন্ত্রিত একটি ট্রান্সফরমার পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এদিকে অগ্নিকান্ডের ঘটনার পর থেকে বর্তমান সঞ্চালন লাইন বন্ধ রয়েছে। পিজিসিবি ইউনিটের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী গৌর গোপাল সরকার জানান, রাত সাড়ে ৮টার দিকে ওই সঞ্চালন ইউনিটে আগুন ধরে যায়।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) মঞ্জুরুল আলম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পাওয়ার গ্রীডে শতাধিক ব্যারেল জ্বালানি তেল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২ ঘন্টা সময় লেগেছে।

এতে গ্রিড নিয়ন্ত্রিত একটি ট্রান্সফরমার ভস্মীভূত হয়েছে।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত