শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

দেবহাটা (সাতক্ষীরা),১২ এপ্রিল, এবিনিউজ : দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন ও ওয়ারেন্টের ৩ আসামী আটক হয়েছে।

দেবহাটা থানার এসআই আব্দুস সামাদ, এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার রাত ১০ টার দিকে উপজেলার নাংলা এলাকা থেকে নাংলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম সজল (১৯) কে ১০ পিচ ইয়াবা সহ আটক করেন। তার বিরুদ্ধে এসআই আব্দুস সামাদ বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিলের ৯ (ক) ধারায় দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন।

এছাড়া অপর পৃথক অভিযানে সাতক্ষীরা সদর থানার মামলা নং জিআর- ১২৬/১৬ এর ওয়ারেন্টের আসামী গোবিন্দপুর গ্রামের মৃত হামজা গাজীর ছেলে শহিদুল ইসলাম (৩২) ও দেবহাটার তিলকুড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে শেখ হাফিজুল ইসলাম (২৫) কে সিআর- ২১৮/০৬ নং মামলার ওয়ারেন্টের আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে।

এবিএন/আর.কে.বাপ্পা/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত