![যৌন হয়রানির অভিযোগে কুবি শিক্ষককে অব্যাহতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/12/kubi_abnews_24_134898.gif)
কুবি,১২ এপ্রিল, এবিনিউজ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জি. এম. আজমল আলী কাওসারকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।
অফিস আদেশে বলা হয়, ‘ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জি. এম. আজমল আলী কাওসার এর বিরুদ্ধে প্রাপ্ত যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ এর ৩ (বি) বিধির অধীনে অসদাচরণ প্রতিয়মান হওয়ায় উক্ত বিধির ১১ (১) ধারা মোতাবেক তাঁকে সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হল।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বলেন, ‘যেহেতু তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। এটা বিশ্ববিদ্যালয় ‘যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে’ যাবে এবং তদন্ত হবে।
প্রসঙ্গত গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রী তার বিভাগের এক ছাত্র দ্বারা প্রকাশ্যে যৌন হয়রানির শিকারের পর লিখিত অভিযোগ দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর। তখন বিশ্ববিদ্যালয় ‘যৌন নিযার্তন নিপীড়ন সেল’ না থাকায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. আবু তাদেরকে আহবায়ক করে গত ৫ মার্চ ‘যৌন নিপীড়ন প্রতিরোধ সেল’ গঠন করা হয়।
তখন বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ছাত্রীকে যৌন হয়রানির ঘটনার তদন্ত করে এবং তদন্ত প্রতিবেদন যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠায়। কিন্তু এখন পর্যন্ত ছাত্রীর হয়রানির তদন্ত প্রতিবেদন পাওয়ার পরও এই সেল কোন কাজ করছে না।
এই বিষয়ে যৌন নির্যাতন নিপীড়ন প্রতিরোধ সেলের আহবায়ক ড. মো. আবু তাহের বলেন, ‘আমরা এই বিষয় নিয়ে শিগ্রই বসবো। দুইটা অভিযোগের একসাথে কাজ করা হবে।’
উল্লেখ্য, গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সান্ধ্যকালীন কোর্সের (ইএমবিএ) দুই ছাত্রী বিভাগের সহকারী অধ্যাপক আজমল আলী কাওসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন। জনাব আজমল আলী বিগত কয়েক মাস ধরে ঐ ছাত্রীদেরকে সরাসরি ও ফেইসবুকের ক্ষুদে বার্তায় আপত্তিকর ছবি পাঠান বলে অভিযোগ পত্র থেকে জানাযায়।
এবিএন/নাহিদ ইকবাল/জসিম/নির্মল