![কুবিতে আইটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/12/kubi_abnews_24_134900.gif)
কুবি,১২ এপ্রিল, এবিনিউজ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনফরমেশন এবং টেকনোলজি (আইটি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইন্সটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির যৌথ উদ্যোগে ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং এবং অনলাইন ক্যারিয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় ।
আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ইন্সটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের পরিচালক এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী প্রক্টর ও বাংলা বিভাগের প্রভাষক নূর মোহাম্মদ রাজু, আইটি সোসাইটির সভাপতি সাইয়েদ মাখদুম উল্লাহ্, সাধারণ সম্পাদক ফাহমিদ হাসান অনিকসহ আইটি সোসাইটির সদস্য এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এবিএন/নাহিদ ইকবাল/জসিম/নির্মল