![গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/12/gaibandha-abnews_24_134902.gif)
গাইবান্ধা,১২ এপ্রিল, এবিনিউজ : গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি বাসদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল শেষে শহরের ১নং ট্রাফিক মোড় এলাকায় এক সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, বাসদ মাকর্সবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী প্রমুখ।
বক্তারা সুন্দরগঞ্জ উপজেলার চরখোর্দ্দা লাঠশালায় বেক্সিমকো কোম্পানী কর্তৃক বাস্তুভিটা ও আবাদী জমি ধ্বংস করে সোলার প্লান্ট নির্মাণের প্রতিবাদ জানিয়ে শর্তানুযায়ী অকৃষি জমিতে সোলার পান্ট স্থাপনের আহবান জানান।
তারা আন্দোলনকারীদের উপর পুলিশের বর্বরোচিত গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে অন্যায়ভাবে গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। নেতৃবৃন্দ আন্দোলনকারী চাষীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী না করে অবিলম্বে তাদের যৌক্তিক দাবী মেনে নেয়ার আহবান জানান।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/নির্মল