![গ্রিন ইউনিভার্সিটির ভর্তি মেলা শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/12/green_abenws_134916.jpg)
ঢাকা, ১২ এপ্রিল, এবিনিউজ : ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড় দিয়ে সামার সেমিস্টারের ‘ভর্তি মেলা’ শুরু করেছে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়টিতে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগামগুলোর মধ্যে রয়েছে বিবিএ, এমবিএ, ইএমবিএ, এলএলবি, এলএলএম, সমাজবিজ্ঞান, সিএসই, ইইই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইংলিশ এবং ফিল্ম, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া।
প্রতিযোগিতামুলক চাকরির বাজারে শিক্ষার্থীদের যোগ্য করে তোলার বিচারে ভিন্নধারার এক শিক্ষাপ্রতিষ্ঠান গ্রিন ইউনিভার্সিটি। কারণ, গ্রিন বিশ্ববিদ্যালয় শুধু গুণগত ও মানসম্মত শিক্ষাদানই করে না, বরং গ্রাজুয়েশন শেষে ইউএস-বাংলা গ্রুপের ১০টি প্রতিষ্ঠানে অগ্রাধিকারভিত্তিতে চাকরির প্রতিশ্রুতিও দিয়ে থাকে।
খ্যাতিমান প্রতিষ্ঠানে ইন্টার্নশীপ-থিসিসের সুযোগ-সুবিধা দেয়া হয় এখানকার ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে।
বর্তমানে গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামের ভর্তিতে ভর্তিচ্ছু মুক্তিযোদ্ধা, ছাত্রী, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খেলোয়াড়রা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাচ্ছেন। এসএসসি ও এইচএসসির ফলাফল ও করপোরেট ও গ্রুপভিত্তিক ভর্তি হলেও রয়েছে বিশেষ ছাড়।
যোগাযোগ: গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ২২০/ডি বেগম রোকেয়া সরণী, ঢাকা-১২০৭। ফোন: ০১৭৫৭০৭৪৩০১, ০২, ০৩, ০৪, ওয়েব: www.green.edu.bd
এবিএন/মাইকেল/জসিম/এমসি