![গফরগাঁওয়ে অজ্ঞান পার্টির খপ্পরে ট্রেন যাত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/12/oggan_abnews_134919.jpg)
গফরগাঁও (ময়মনসিংহ), ১২ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে ষ্টেশনে অজ্ঞান পার্টির খপ্পরে আব্দুস সামাদ(৩২) নামে এক ট্রেনযাত্রী গুরুত্বর আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার গাড়ী চালক হাবিবুর রহমান ট্রেনযাত্রীকে কড়ইতলা এলাকার ব্রহ্মপুত্র নদের তীরের ধানক্ষেত থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আব্দুস সামাদ ঢাকার বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার নামক একটি ডায়াগনষ্টিক সেন্টারে ল্যাব টেকনিশিয়ান। সে চাপাইনবাবগঞ্জজেলার ভোলাহাট থানার বজ্রাটেক গ্রামের চেরু মন্ডলের ছেলে।
জানা যায়, আব্দুস সামাদ গতবুধবার সকালে ঢাকা থেকে মহুয়া ট্রেনযোগে গফরগাঁওয়ের একটি ডেন্টাল ক্লিনিকে মাল ডেলিবাড়ী দিতে আসে। পরে টাকা নিয়ে সন্ধ্যায় ঢাকা ফেরার পথে গফরগাঁও রেলওয়ে ষ্টেশনে অজ্ঞান পার্টির খপ্পরে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কড়ইতলা এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে ্ধান ক্ষেতে এক যুবককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পৌরসভার গাড়ী চালক হাবিবুর রহমান অঞ্জাত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে আব্দুস সামাদের ছোট ভাই আলমগীর কবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তার পরিচয় নিশ্চত করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আহাদ খান বলেন, বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে যুবকের সাথে কথা বলেছি। তদন্ত করে জড়িতদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি