![বোয়ালখালীতে ৬০০ লিটার চোলাই মদ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/12/mod_abnews_134922.jpg)
বোয়ালখালী (চট্টগ্রাম), ১২ এপ্রিল, এবিনিউজ : বোয়ালখালী উপজেলার নাজিরচর থেকে ৬শ’ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে এ মদ উদ্ধার করা হয় বলে জানিয়েছে থানার এসআই দেলোয়ার হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর খরণদ্বীপ এলাকার নাজির চরে একটি ঝোপের মধ্যে ২৮ বস্তায় প্রায় ৬শ’ লিটার দেশীয় তৈরি চোলাই মদ পাওয়া যায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাশ বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এবিএন/রাজু দে/জসিম/এমসি