বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চিরিরবন্দরে ২ দিনব্যাপি শিশু মেলা সম্পন্ন

চিরিরবন্দরে ২ দিনব্যাপি শিশু মেলা সম্পন্ন

চিরিরবন্দর (দিনাজপুর), ১২ এপ্রিল, এবিনিউজ : “শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” “বঙ্গবন্ধুর সোনার বাংলায়, শিশু থাকবে সুরক্ষায়” প্রতিপাদ্য নিয়ে চিরিরবন্দরে ২ দিনব্যাপি অনুষ্ঠিত শিশু মেলা সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা চত্বরে দিনাজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ শিশু মেলা অনুষ্ঠত হয়। মেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধিনে শিশু মেলার উদ্বোধন করা হয়।

মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানীর নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এসময় দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জয়নুল আবেদিন, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. সোহেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান তরুবালা রায়, প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলমসহ সকল সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

মেলায় ১২টি স্টলে বিভিন্ন দপ্তরের উল্লেখযোগ্য কার্যক্রম প্রদর্শিত হয়। এ উপলক্ষে চিত্রাঙ্কন, নৃত্য, রচনা ও পালাগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এবিএন/রফিকুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত