শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • টাঙ্গাইল টাউন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও গোল টেবিল আলোচনা

টাঙ্গাইল টাউন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও গোল টেবিল আলোচনা

টাঙ্গাইল টাউন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও গোল টেবিল আলোচনা

টাঙ্গাইল, ১২ এপ্রিল, এবিনিউজ : টাঙ্গাইল শহরের যুব সমাজদের নিয়ে গঠিত টাঙ্গাইল টাউন ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও গোল টেবিল আলোচনা অনুুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সন্ধায় শহরের হার্ড রক্স ক্যাফেতে ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন ক্লাবের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা শাহ্ জনি। ক্লাবের সাধারণ সম্পাদক মন্জুর হোসাইন মিঠুর পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি রাকিব সিদ্দিকী জীবন।

সভাপতি রাকিব সিদ্দিকী জীবনতার বক্তব্যে বলেন, টাঙ্গাইলের যুব সমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং সুস্থ সামাজিক সভ্যতা গড়ে তোলার লক্ষে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। সেই সাথে মাদক, সন্ত্রাস এবং জঙ্গী মুক্ত সমাজ গড়ার লড়াইয়ে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

পরবর্তীতে সভাপতি রাকিব সিদ্দিকী জীবন, সাধারণ সম্পাদক মন্জুর হোসাইন মিঠু এবং সাংগঠনিক সম্পাদক বাবু কেক কেটে ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য রুবেল, হৃদয়, রাজীব, শাহীন। সন্মানিত সদস্য সন্ধি, অপু, এম. এইচ শিশির, প্রিন্স, নাইম শিশির, নাজমুল হুদা, রনি সহ আরও অনেকে।

উল্লেক্ষ, ২০১৭ সালের ১১ই এপ্রিল সন্ত্রাস, জঙ্গী এবং মাদক বিরোধী এই সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত