![মদনে তৃতীয় লিঙ্গরা পেল বৈশাখী শাড়ী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/13/hizra_abnews_134973.jpg)
মদন (নেত্রকোনা), ১৩ এপ্রিল, এবিনিউজ : মদন উপজেলার লন্ডনী সুপার মার্কেটের দোতালায় সুনিয়া হিজড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আজ শুক্রবার হিজড়ারা পেল বৈশাখী শাড়ী।
সুনিয়া হিজড়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি অন্যন্যা হিজড়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাছুমা মমতাজ, সাবেক প্রেসক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাংবাদিক তোফাজ্জল হোসেন, সুনিয়া হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সোনালী হিজড়া প্রমুখ।
এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা হিজড়া সম্প্রদায়কে আত্মকর্মসংস্থানের জন্য নিজ উদ্যোগে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের আশ্বাস দেন। আলোচনা শেষে ২৬ জন হিজড়াকে বৈশাখী শাড়ী ও ৬ জনকে টি-শার্ট প্রদান করা হয়।
এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/এমসি