ঢাবি, ১৩ এপ্রিল, এবিনিউজ : ঢাবি শিক্ষার্থী এবং বেগম সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ও আবাসিক ছাত্রী ইফফাত জাহান ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং প্রশাসনিক তদন্তের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় ঢাবি শিক্ষার্থী আদিত্য নন্দী সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে সরকারি চাকরির ক্ষেত্রে সকল প্রকার কোটা বাতিল করেছেন। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি গুজব রটালো যে পুলিশের টিয়ার সেলের আঘাতে এক শিক্ষার্থী মারা গেছে। এরপর কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ঢাবির মাননীয় ভিসি স্যারের বাসায় তাণ্ডব চালায়। তিনি আরো জানান, গত ১১ এপ্রিল (বুধবার) রাতে আবারো গুজব ছড়ানো হয় যে ঢাবির মেধাবী শিক্ষার্থী ইফফাত জাহান ইশা তারই এক সহপাঠি মোর্শেদার পায়ের রগ কেটে দিয়েছে। কিন্তু মোর্শেদা পরবর্তিতে স্বীকার করে বলেন, তার পায়ের রগ কেউ কেটে দেয়নি। তিনি নিজেই জানালার কাঁচে লাথি মারার কারণে তার পা কেটে গেছে।
আদিত্য নন্দী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব গুজব শুনে কোনো প্রকার তদন্ত ছাড়াই এবং ইশাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে বহিষ্কার করেছে। আমরা চাই ঢাবি প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠ তদন্ত করে তার ছাত্রত্ব ফেরৎ দেওয়া হোক। এছাড়া যারা এই গুজব রটানোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।মানববন্ধন থেকে সাধারণ শিক্ষার্থীরা দাবি করে বলেন, ইশাকে যারা শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এবং বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠ পরিবেশ যারা নষ্ট করেছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। সাথে সাথে ইশার ছাত্রত্ব ফেরৎ না দিলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে তারা জানান।
এবিএন/মাইকেল/জসিম/এমসি