
সিরাজগঞ্জ, ১৩ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়া খাড়ুয়া গ্রামে অভিযান চালিয়ে ২১৩ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো- উক্ত গ্রামের আতিকুর রহমান বাকির ছেলে আশিকুর রহমান অনিক (২৯), তাইফুর রহমান সিজারের ছেলে শাহরিয়ার রহমান জয় (২৩), বাহাজ প্রামাণিকের ছেলে কাশেম আলী (৩১), মাহবুব রাজের ছেলে জামাল উদ্দিন (৪৪)।
বেলকুচি থানার এসআই আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার সন্ধ্যায় বেড়া খাড়ুয়া গ্রামের আতিকুল ইসলাম বাকির বাড়িতে অভিযান চালিয়ে ২১৩ পিস ইয়াবাসহ ওই চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে এই মাদকের ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম. তফিজ উদ্দিন/জসিম/এমসি