বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী বর্ষবরণ উৎসবের অায়োজন

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী বর্ষবরণ উৎসবের অায়োজন

শ্রীমঙ্গল,১৩ এপ্রিল, এবিনিউজ : হাজার বছরের কৃষ্টি ও ঐতিহ্য বয়ে নিয়ে আসে বাংলা নববর্ষ। আমরা গভীর থেকে গভীরতরভাবে হতে চাই বাঙালি। উপলব্ধি করতে চাই সংস্কৃতি, এগিয়ে নিতে চাই বাংলার কৃষ্টি ও ঐতিহ্যকে।

এরই ধারাবাহিকতায় আগামী ১ বৈশাখ থেকে ৩ বৈশাখ পর্যন্ত ৩ দিনব্যাপী আয়োজন করা হয়েছে বর্ষবরণ উৎসব। শ্রীমঙ্গলের অনুশীলন চক্র প্রতিবছরের মতো এবারও এই উৎসবের আয়োজন করছে। শ্রীমঙ্গলের শেখ রাসেল শিশু উদ্যানে ৩ দিনব্যাপী এই বর্ষবরন উৎসব অনুষ্টিত হবে।

বর্ষবরণ উৎসব উদযাপন পরিষদ সুত্র জানায়, ০১ বৈশাখ সকাল ৭টায় উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় বর্ষ আবাহনের মাধ্যমে উৎসবের শুভ সুচনা হবে। সকাল ৮টায় মেলা প্রাঙ্গণ থেকে শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।

এছাড়াও ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সাহিত্য-সংস্কৃতিবিষয়ক প্রতিযোগিতা, প্রদর্শনী, বাউলগান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক এবং শেষ দিনে পুরস্কার বিতরণী ও সমাপনী উৎসব।

এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত