![শ্রীমঙ্গলে পর্যটন সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/13/sova_abnews_24_134983.gif)
শ্রীমঙ্গল, ১৩ এপ্রিল, এবিনিউজ : শ্রীমঙ্গলে দায়িত্বশীল পর্যটনবিষয়ক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার রাতে স্হানীয় টি হ্যাভেন রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা শ্রীমঙ্গলের পর্যটন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় ও অালোচনা করেন।
শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্হা ও শ্রীমঙ্গল ট্যুর গাইড এসেসিয়েশন যৌথভাবে এ পর্যটনবিষয়ক মতবিনিময় সভার অায়োজন করে।
মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া, পর্যটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. অাশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, সাধারণ সম্পাদক কামাল হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যােতি চৌধুরী, টি হ্যাভেন রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর অাবু সিদ্দিক মোহাম্মদ মুসা ।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/নির্মল