![আগামী ১৭ এপ্রিল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/13/sirajgoang_abnews24 copy_134985.jpg)
সিরাজগঞ্জ, ১৩ এপ্রিল, এবিনিউজ : দীর্ঘ প্রতিক্ষার পর আগামী ১৭ এপ্রিল থেকে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। এর আগে চলতি মাসের প্রথম থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাবলিক রিলেশন অফিসার মো. রওশন আলম।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বিশ্বজিৎ ঘোষ বলেন, অবকাঠামো নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত রবীন্দ্র অধ্যায়ন বিভাগ এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ স্ট্যাডিস এই দুটি বিভাগের ক্লাস নেয়া হবে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত ৪ তলা ভবনে এবং অর্থনীতি বিভাগের ক্লাস নেয়া হবে পার্শ্ববর্তী মওলানা সাইফুদ্দীন এহিয়া ডিগ্রি কলেজে। আগামী ১৭ এপ্রিল মজিব নগর দিবস। এ ঐতিহাসিক দিবসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস উদ্বোধন করা হবে। শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজায় প্রায় ৩শ’ একর সরকারি খাস জমির ওপর নকশা চূড়ান্ত করা হয়েছে।
এরমধ্যে একশত একর জমি অচিরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে বাকি জমি হস্তান্তর করা হবে। চলতি বছরের শেষ দিকে নির্মাণ প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, দেশের ৩৫তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১৬ সালের ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিল সংসদে বিল পাস হয়। শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজায় রবীন্দ্রনাথেরই রেখে যাওয়া ১শ’ একর খাস জমির ওপর এ বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান নির্ধারণ করা হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি ও ক্লাস শুরু কার্যক্রমের মধ্যদিয়ে সিরাজগঞ্জ তথা শাহজাদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে তিনি উল্লেখ করেন।
এবিএন/এস.এম. তফিজ উদ্দিন/জসিম/এমসি