![মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে যুবলীগ নেতার সাংবাদ সম্মেলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/13/songbad_abnews_134987.jpg)
শিবপুর (নরসিংদী), ১৩ এপ্রিল, এবিনিউজ : শিবপুর পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন শেখসহ ৭ জনকে আসামী করে শিবপুর মডেল থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে।
এরই প্রতিবাদে আজ শুক্রবার বাজনাব বাজারে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে লিখিতভাবে অভিযোগ করে সাংবাদ সম্মেলন করেন আসামীর পরিবারগণ।
গত ১৭ সালের ৩ সেপ্টম্বর ঈদুল আযাহার দ্বিতীয় দিন বন্ধুদেকে নিয়ে ভৈরব বেড়াতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে ভৈরব মাহমুদাবাদ ব্রিজের পাশে এনা পরিবহন গাড়ির সাথে সংঘর্ষে সৌরব গুরুতর আহত হয়। এসময় মটোরসাইলে থাকা আরও ২ বন্ধু রবিন ও মাহফুজ আহত হয়।
উপজেলার বাজনাব গ্রামের মো. সবুজ সরকারের ছেলে সড়ক দুর্ঘটনায় আহত মো. শাকিব হাসান সৌরবের মা রেলওয়ে কর্মচারী বাদী হয়ে পারভীন বেগম এামলার এজাহারে উল্লেখ করে আমার ছেলেকে নেশাজাতীয় দ্রব্য পান করাইয়া অপহরণ করে।
পরে তাকে ভৈরব মাহমুদাবাদ ব্রীজের পাশে হত্যার উদ্দেশে নিয়ে লোহার রড, ধারালো ছুরি দিয়ে গুরুত্বর আহত করে।
শিবপুর পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বলেন, গত ১৬ ফেব্রুয়ারি আমার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ আমাকে গ্রেফতার করে। আমি ১ মাস ১০ দিন জেল খেটে বের হই। আমার এলাকার লোকজন চাঁদা উঠিয়ে চিকিৎসা করানো হয়।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি