![চা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানের শ্রীমঙ্গলে চা গবেষণা কেন্দ্র পরিদর্শন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/13/sova_abnews_134989.jpg)
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৩ এপ্রিল, এবিনিউজ : বাংলাদেশ চা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহাঙ্গীর অাল মুস্তাহিদুর রহমান পিএসসি গতকাল বৃহস্পতিবার শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিঅারঅাই) পরিদর্শন করেন।
চা গবেষণা ইনস্টিটিউট সুত্র জানায়, চা বোর্ড চেয়ারম্যান বিটিঅারঅাই -এর সব বিভাগ ঘুরে দেখেন এবং টি টেস্টিং ভবনে চা অাস্বাদন করেন। তিনি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে চায়ের ক্লোনসমুহ দেখেন এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং সন্তোষ প্রকাশ করেন ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা বিষয়ে দিক নির্দেশনা দেন।
পরে তিনি চা গবেষণা ইনস্টিটিউটের নিয়ন্ত্রণাধীন নিউ সমনবাগ চা বাগান, দেওরাছড়া চা বাগান ও পাথারিয়া চা বাগান পরিদর্শনে যান। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ অালী।
পরে তিনি শ্রীমঙ্গলের টি রিসোর্ট এণ্ড মিউজিয়াম পরিদর্শনে যান। সেখানে নির্মানাধীন একটি বাংলো ও ডুপ্লেক্স ভবনের নির্মান কাজ দেখেন এবং নির্ধারিত সময়ে কাজ সম্পন্য করার নির্দেশ দেন।
এদিকে শ্রীমঙ্গল চা গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে নির্মানাধীন গ্রিন টি কারখানা স্হাপনের বিষয়েও তিনি খোঁজ খবর নেন।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/এমসি