শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নান্দাইলে বিশ্বসেরা সড়ক আলপনা অঙ্কন

নান্দাইলে বিশ্বসেরা সড়ক আলপনা অঙ্কন

ময়মনসিংহ, ১৩ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহের নান্দাইলে হাজারো শিক্ষার্থী পহেলা বৈশাখ নববর্ষকে সামনে রেখে এবং গিনেজ বুকে নাম উঠানোর প্রত্যয়ে রেকর্ড করে মহাসড়কে ৪ কিলোমিটার আলপনা এঁকে তাক লাগিয়ে দিয়েছে।

নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহশ্রাধিক ছাত্রী শুক্রবার ভোর ৬ টা থেকে ১ টা পর্যন্ত তাদের বিদ্যালয়কে কেন্দ্র করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর এলাকার ৪ কিলোমিটার সড়কে এ বৃহৎ আলপনাটি এঁকেছে।

চৈত্রের তীব্রতাপ উপেক্ষা করে মনের সাহস আর অদম্য শক্তিকে পুঁজি করে রং তুলি হাতে দিয়ে ৪ হাজার মিটার আলপনা এঁকে গিনেজ বুকে স্থান নিতে চায় তারা। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সদরের ৪ হাজার মিটার দীর্ঘ ও ৮ মিটার প্রস্থের আলপনা আঁকার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।

উদ্বোধনকালে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, প্রধান পৃষ্ঠপোষক রেইনবো পেইন্টসের প্রধান পরিচালনা কর্মকর্তা কামরুল হাসান, হেড অব মার্কেটিং ফাহিম হোসেন, ডেপুটি ব্রান্ড ম্যানেজার নাজমুল আকন্দ ও ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) সাজেজুল আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপিতি হাসনাত মাহমুুদ তালহা ও প্রধান শিক্ষক আব্দুল খালেকসহ এলাকার সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানায়, ২০১৭ খ্রিস্টাব্দে দূর্গাপূজা উপলক্ষে ভারতের নদীয়ায় ২.৯ কিলোমিটার রাস্তায় আলপনা করে গিনেজ বুকে জায়গা করে নেয়। তাই তারা ৪ কিলোমিটার সড়কে আলপনা করে ওই রেকর্ডটি ভাংতে চায়।

রেইনবো পেইন্টসের প্রধান পরিচালনা কর্মকর্তা কামরুল হাসান বলেন, বাঙালী সংস্কৃতির ঐতিহ্য সৃষ্টির কাজে ‘রেইনবো’ জড়িত থাকতে পেরে গর্বিত। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে এত বড় আলপনা তৈরির কাজ আর হয়নি।

আশা করছি সকলের সহযোগিতার এ আলপনা এঁকে গিনেস বুকে রেকর্ড গড়া সম্ভব হবে। রেইনবো পেইন্টসের হেড অব মার্কেটিং ফাহিম হোসেন জানান, রেইনবো পেইন্টস সমাজ সচেতনতা ও সেবামূলক নানা কাজের সঙ্গে জড়িত। আমরা জেনেছি এই সড়কে অনেক দুর্ঘটনার কথা। তাই এই আলপনার সঙ্গে আমরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক নানা প্রচারণার উদ্যোগ নিয়েছি।

এ সৃজনশীল কর্মকা-ের উদ্যোক্তা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী দীপান্বিতা দ্বীপ, অর্থীময়ী দে, ফারিয়া আফরিন, মৌসুমী আক্তার, আফসানা শারমীন, আদিয়া সুলতানা, নুসরাত জাহান রিয়া, ঐশী কর তৃনা, রায়হানা ইসলাম জানান, নান্দাইলের স্কুল ছাত্রীদের উদ্যোগে গিনেজ বুকে রেকর্ড গড়তে ৪ কিলোমিটার সড়কে আলপনা আকাঁর কাজ শেষ করার পর বলে, মনের সাহস আর শক্তিকে পুঁজি করে আমরা আজ আলাপনার কাজ শেষ করেছি।

শিক্ষার্থীদের এ কাজে উৎসাহ যোগাতে সড়কের পাশে শত শত নারী পুরুষ দাঁড়িয়ে উৎসাহ দিতে দেখা গেছে। এ আলপনা উৎসবকে কেন্দ্র করে দেশের খ্যাতনামা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক জানান, সকাল ৬টা থেকে ১টা পর্যন্ত এ কাজে ২৫ জনের এক একটি দল ৪০টি গ্রুপে কাজ করেছে।

তিনি রেইনবো পেইন্টস ও এলাকাবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত