শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পাঁচবিবিতে ঘর থেকে গলিত লাশ উদ্ধার

পাঁচবিবিতে ঘর থেকে গলিত লাশ উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট), ১৩ এপ্রিল, এবিনিউজ : আজ শুক্রবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দক্ষিণ কড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে আবুল কাশেম পলাশ নামের (২৫) এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে এলাকার আব্দুল মজিদের পুত্র।

এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান জানান, পলাশ সব সময় নেশা করত। গত বুধবার রাতে সে তার স্ত্রী সন্তানকে তার শ্বশুড় বাড়িতে পাঠিয়ে দেয় এবং ঘরের মধ্যে বাঁশের সাথে গলায় তোয়ালা পেঁচিয়ে আত্মহত্যা করে।

আজ শুক্রবার সকালে ঐ বাড়ির আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ইউপি সদস্যকে খবর দেন। পরে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে দুর্গন্ধযুক্ত পলাশের মরদেহ উদ্ধার করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এবিএন/সজল কুমার দাস/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত