
নন্দীগ্রাম (বগুড়া),১৩ এপ্রিল, এবিনিউজ : ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানে জেলার নন্দীগ্রাম থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২ টায় নন্দীগ্রাম থানা প্রাঙ্গনে এ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন।
নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের শিক্ষার্থী আহম্মেদ জয় শুভর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন থানার উপ-পরির্দশক (এসআই) ইনামুল ইসলাম। অন্যান্যদের মধ্য বক্তব্য দেন. শিক্ষার্থী রাকিব হোসেন, সোহলে রানা, আবু সাঈদ প্রমুখ।
পরে সর্বসম্মতি ক্রমে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের শিক্ষার্থী আহম্মেদ জয় শুভ কে সভাপতি ও আবু সাঈদ কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের কমিটি গঠন করা হয়।
এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/নির্মল