রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • ধুনটে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

ধুনটে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

ধুনটে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

ধুনট (বগুড়া),১৩ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার ধুনটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে কালেরপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কান্তনগর বাজারে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা।

প্রধান অতিথির বক্তব্যে জানে আলম খোকা বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার এদেশে একক শাসন কায়েম করতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্ধি রেখেছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ আবারও নীল নকশার নির্বাচন করতে বিএনপিকে দমিয়ে রাখার ষড়যন্ত্র করছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে কোন নির্বাচন এদেশের জনগণ মেনে নিবে না।

কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহতাব জোয়ারদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আপেল মাহমুদ, নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান মোল্লা ও কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফারাইজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদল নেতা ইউসুফ আব্দুল্লাহ্ হারুন, বিএনপি নেতা শাহ আলম, উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক ঈছা খান, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, পৌর যুবদলের যুগ্ন সম্পাদক নূরুন্নবী রুবেল, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, যুবদল নেতা মহসীন আলম, মজনু মিয়া, কালেরপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সুলতান মাহমুদ।

আরও উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, শ্রমিকদল নেতা বাদশাহ্ তরফদার, আব্দুল লতিফ সহ দলীয় নেতৃবৃন্দ।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত