শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

চকরিয়া (কক্সবাজার),১৩ এপ্রিল, এবিনিউজ : কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খোদ বিদ্যুত বিভাগেরই লাইনম্যান মো.ওমর ফারুক (৪২) নিহত হয়েছেন।

নিহত ওমর ফারুক পল্লী বিদ্যুৎ পেকুয়া উপ-কেন্দ্রের লাইনম্যান গ্রেড ওয়ান এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের পূর্বপেরালা মৌলভীর হাট এলাকার মৃত হাফেজ আহমদের ছেলে। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি উপ-কেন্দ্রে এ ঘটনা ঘটে। পল্লী বিদ্যুৎ চকরিয়া জোনাল অফিসের এজিএম হানিফুল হাসান বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে পেকুয়া উপ-কেন্দ্রের বেশ ক’জন কর্মী বন্ধ লাইন মেরামতের কাজ করছিল।

এসময় লাইনম্যান গ্রেড ওয়ান ওমর ফারুক কাজ করার সময় অসাবধনতাবসত চালু লাইনে হাত লাগলে খুটির উপর থেকে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকেলে সাড়ে ৫ টায় এ রিপোর্ট লেখার সময় ওমর ফারুকের মরদেহ চমেক হাসপাতাম মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়।

এজিএম আরো বলেন, বিদ্যুতায়িত হয়ে অপমৃত্যুর শিকার হওয়া ওমর ফারুকের পরিবার অফিসিয়াল সব সুবিধা পাবে। এছাড়া আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে তার পরিবারকে আর্থিক সহায়তা করবো।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত