শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

টাঙ্গাইল, ১৩ এপ্রিল, এবিনিউজ: টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টের খেলা উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার টাঙ্গাইলের সরকারী বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্ণামেন্ট খেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। ক্রিকেট টুর্ণামেন্টে টাঙ্গাইল প্রেসক্লাবের ৪টি দল অংশ নেয়। দলগুলো হল সভাপতি, সহসভাপতি, সাধারন সম্পাদক ও যুগ্ম-সাধারন সম্পাদকের দল।

অপরদিকে কালিহাতীর বাংড়া ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদেও সাথে মতবিনিময় শেষে বিলপালিমা উত্তরপাড়া মসজিদ জুম্মার নামাজ আদায় করেন। ওই মসজিদের উন্নয়ন কাজের জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মুজাফ্ফর আলী, বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান, যুবলীগ নেতা দুলাল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

এবিএন/তারেক আহমেদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত