শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • এশার উপর হামলাকারীদের শাস্তির দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ

এশার উপর হামলাকারীদের শাস্তির দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ

এশার উপর হামলাকারীদের শাস্তির দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ

ঝিনাইদহ, ১৩ এপ্রিল, এবিনিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের পায়রাচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আমরা ঝিনাইদহ বাসী’র ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, ইফফাত জাহান ইশার উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। ইশা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. ইসমাইল হোসেনের বাদশা’র মেয়ে।

এবিএন/যবনিকা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত